হে বঙ্গবন্ধু, তুমি জন্মেছিলে
               বাইগারের তীরে,
পদ্মা,ভাগীরথী,কর্ণফুলি,যমুনা
                প্রবাহমান ধীরে।
তুমি ছিলে কুশলী ফুটবলের দলে,
                ব্রতচারীও শিখলে,
খোকা থেকে মুজিব সাধারণের ভীড়ে,
                   অসাধারণ হলে।


পথের শীতার্ত,তাকে দিলে বস্ত্র,
                     খাদ্যহীনে খানা,
নেতৃত্বের গুণে হয়েছিলে আপনি,
                    মানুষের ঠিকানা।
   সোহরাওয়ার্দীর   সান্নিধ্য পেয়ে  
                    দীক্ষা তুমি নিলে,
পাকিস্তানিদের শাসন শোষণের
                   যোগ্য জবাব দিলে।


        সোহরাওয়ার্দীর উত্তর প্রান্তে
                         মার্চের ভাষণ,
    আবেগে বক্তব্যে জাগালে বাঙালির
                    স্বাধীনতার পণ।


বীর বাঙালিগণ অস্ত্র  ধরেছিল,
                  জীবন বাজি রেখে
  পরাজিত শত্র পরান বাঁচাইল
                   প্রাণ ভিক্ষা মেগে।
পরাধীন দেশের স্বাধীনতা আনল
                তোমার ডাকে জেগে।


বি.দ্র. মাত্রাবৃত্ত ছন্দে লেখা পর্বগুলো ৭ মাত্রার