ত্রিশ লক্ষ প্রাণে পেয়েছি স্বাধীনতা,
কিন্তু এখনো তা পায়নি পূর্ণতা।
ত্যাগ যারা করল বিলিয়ে সম্মান,
তাদের আত্মারা করছে আহ্বান,
সতত কাজ কর, সত্য হয়ে প্রাণে,
গুণীরা দাও জ্ঞান, পড়ুয়াদের কানে।


ভেবে দেখ তুমি কে,দায়িত্ব কী তব ?
সব মুক্তি না এলে কোথায় গিয়ে রব ?
সতত কর কাজ সত্য হয়ে প্রাণে,
না হলে আসবে না স্বাধীনতার মানে।


জ্ঞানবানের জ্ঞান,তাঁতি -মাঝির শ্রম,
পড়ুয়ার বিদ্যা,চাষি জেলের ঘাম,
যে যেখানে রয়েছ হওরে আগুয়ান,
সব মিলে ফলবে স্বাধীনতার মান।
একত্রে কাজ কর,হৃদয়ে আন বল,
তবেই ফলবে যে স্বাধীনতার ফল।


বি.দ্র. মাত্রাবৃত্ত  ছন্দের কবিতা ,চরণে পর্ব সংখ্যা দুই (৭+৭) মাত্রার