পঁচিশ বৈশাখ শুভ জন্মদিন
এদিন বাঙালির প্রেরণারই দিন,
এদিন কবিগুরু এসেছিল ধরায়
উদার বাণী নিয়ে বিশ্বের সভায়।


চিরন্তন বাণী যে হাসায়-কাঁদায়
দুঃখের দহনে প্রফুল্লতা দেয়।
মানুষের ব্যথায় মানবতার গানে
সম্মিলন ঘটে সকলেরই প্রাণে।


ভালোবাসার গীতি রোমাঞ্চিত করে
মর্মে প্রবেশিয়া বহুরূপ যে ধরে,
অনুরাগ,প্রকৃতি, ঈশ্বর চেতন
নানারূপ ধরিয়া দেয় তা দর্শন।


বাস্তব সত্য, অন্তরের ব্যথা
প্রজ্ঞার লেখনী সহজেই বলে তা,
অন্তরে বিহারী সুমিষ্ট বচন
চিরভাস্বর তা শাশ্বত কথন।


অমর সৃষ্টির কথা,সুর বিত্তে
নিখিল মানবের তৃষার্ত চিত্তে
তৃপ্তির রসদ আনে নব নিত্যে,
বাঙালির মননে বাঙালির ধ্যানেতে
আশ্বাস যোগায় সকাল সন্ধ্যাতে।