দুপুর গড়ে বিকেল বেলা
আসমান জুড়ে ঘুড়ির মেলা
চিলেঘুড়ি, পঙ্খিঘুড়ি
প্রজাপতির ওড়া উড়ি।


রঙের বাহার লেজের বাহার
উছল জাগায় মনে সবার।
গগন জুড়ে রঙিন পরী
নৃত্য করে সারি সারি।


দস্যি ছেলে, শৌখিন মানুষ
সবাই তখন রঙিন মানুষ
শখের বশে কেউবা ওড়ায়
বাজি ধরে কেউবা দাঁড়ায়।


শাঁই শাঁই রবে সোঁ সোঁ রবে
উড়ছে ঘুড়ি ঊর্ধ্ব নভে
নাটাইতে যার মাঞ্জা সুতো
সেই তো করবে জয়ীর ছুতো।


ঘুড়ি যখন কেটে যায়
বশ্য মেনে হতাশ হয়।
জিতলে ঘুড়ি ভোকাটা ধ্বনি
কণ্ঠে ওঠে অনুরণি।


বিকেল শেষে সাঁজ আকাশে
ছিন্ন ঘুড়ি অচিন দেশে
মনটা আমার চায়রে ভাই
ঘুড়ির মতো চলে যাই।


সেথায় থাকে কেমন মানুষ ?
তারাও নাকি ওড়ায় ফানুশ ?
কেমনতর বেশে তারা
চলছে গড়ে জগৎ ধরা।


স্বপ্ন জাগে ঘুড়ির মাঝে
আশা জাগায় হৃদয় মাঝে
বিষাদ আছে, প্রীতি আছে
উড়ো উড়ো ঘুড়ির মাঝে।


বি.দ্র. স্বরবৃত্ত ছন্দে লেখা,প্রতি চরণে পর্ব সংখ্যা দুই,মাত্রা ৪+৪