শীতের দিনে বিকেল বেলা
সর্ষে ক্ষেতে মথের মেলা,
হরেক রঙের প্রজাপতি
যাচ্ছে কোথায় নিয়ে সাথি?


দূরে কোথায় চলে যে যায়?
পাহাড় বনে আকাশের গায়!
ও ভাই, প্রজা নাও না আমায়
অনেক ভালো বাসব তোমায়।


যেখানটাতে থাক তুমি
নিশ্চয় সেটা হর্ষ ভূমি!
চাঁদ কি আছে, রাতে তারা?
দিনের বেলা আলোর ধারা!


নীল পাহাড়ের দেশ কি তোমার?
দেখতে বড় সাধ যে আমার,
মেঘের দেশে থাক নাকি!
পাখা আছে অসম্ভব কি?


তোমার দেশে কেমন মানুষ?
শিক্ষা আছে, নয়তো বেহুঁশ?
গরীব দুঃখীর বাসে ভালো
দুঃখীর ঘরে জ্বেলে আলো।(সংক্ষেপিত)                                          


বি.দ্র. স্বরবৃত্ত ছন্দ, ৪+৪ মাত্রার