চৈত্র গিয়ে বোশেখ এল
শালিক টিয়া’ ছানা ফুটল,
কুহুতানেতে কোকিল পাখি
দূরের বনে উঠল ডাকি।


গাছের শাখে সবুজ আম
থোকা থোকা যে ধরেছে জাম,
গুঁড়িতে ঝোলে কণ্ঠফল
মধুর টানে মৌমাছি দল।


সকাল বেলা রুদ্র ভানু
গনগনিয়ে বাজায় বেণু,
ঝাঁঝ দুপুরে শ্রান্ত রাহি
ছায়ার খোঁজে দিগ্বিদিক।


বাতাস খেলে যে লুকোচুরি
গুমোট হলে কষ্ট ভারি,
বিকেল হলে মেঘের দল
আকাশে গড়ে বিন্ধ্যাচল।


রুদ্র তেজে কাল বোশেখি
আছড়ে ফেলে বসত শাখি,
তারপরেতে শীতল হয়
মানব মনে’ শঙ্কা যায়।


ফের সকালে সবাই মিলে
ভাঙায় গড়ে আশার দিলে,
নতুন করে বাঁচার আশা
নব স্বপ্ন দেখায় দিশা।


....................................


( ছন্দ : মাত্রবৃত্ত,পর্ব : ২, মাত্রা :৫+৫)