পহেলা বৈশাখ বর্ষবরণ
দর্শক হয়ে গেলাম তখন,
প্রাণময় তব আননের হাসি
যেন মনে হয় স্বর্গ রূপসি।


শুভ্র শাড়ির পাড়খানা লাল
মাথায় শোভিত গোলাপের দল,
স্বর্ণ টায়রা ললাটভূষণ
ডাগর আঁখিতে ছিল অঞ্জন।


টানানথখানা খায় দোল দোল
কর্ণলতিকায় মকরকুণ্ডল,
ওষ্ঠাধর অলক্ত লাল
গোলাপী আভায় ভরে ছিল গাল।


গলদেশে তব মণিমালাহার
দুইবাহু যেন গাঁদার আধার,
কটিদেশে ছিল টোরা সরাসন
স্বর্ণ চরণে রৌপ্য ভূষণ।


কোকিলকণ্ঠে গাইলে যে গান
ওগো, সুধাময়ী ভরাইলে প্রাণ,
ধিনতা তাধিন কত্থক নৃত্যে
আসন করিলে আমার চিত্তে।


সম্মুখ দিয়ে চলে গেলে তুমি
হতবিহ্বল হয়েছিনু আমি,
চারিধারে এখন বিমুগ্ধ শ্রোতা
কও না তো কথা ভাবো আমি ফাতা।


(মাত্রবৃত্ত ছন্দে লেখা, প্রত্যেক চরণে ২টা করে পর্ব আছে, প্রতি পর্ব ৬ মাত্রার)


* সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা