বর্ষা নেমেছে অঝোর ধারায়
একাকি প্রিয়ার মনকে কাঁদায়
বসি প্রিয়তমা বাতায়ন পাশে,
আনমনে ভাবে সজল চোখে।


প্রিয় বলেছিল বসন্তবেলা
পুন দেখা হবে বরষারবেলা,
তবু প্রিয় কেন এখনো এলো না?
সেটা কী আসলে তাহার ছলনা?


বৃষ্টি ফোটায় জেগে ওঠে মনে
কার পদধ্বনি বৃষ্টির সনে!
কদম ফুলেতে কার মুখ  হাসে?
প্রিয় মুখখানি বারে বারে ভাসে।


মনে মনে ভাবে একি কভু হয়?
প্রিয়তম মোর এলো নিশ্চয়,
প্রবোধ মানে না অবুঝ মনেতে
নিরাশার আশা হৃদয় কোণেতে।


অভিমানী প্রিয়া ব্যথাতুর হয়
ছলছল চোখে পথ পানে চায়,
ঝুপঝাপ ধ্বনি মনে আনে ভয়
এলো বুঝি মোর প্রিয় মহাশয়।


অঝোর ধারায় হয় বরিষণ
কান পেতে প্রিয়া রয় অকারণ,
বর্ষার মেঘ রেখে যায় রেশ
অপেক্ষার তো নাহি হয় শেষ।


দিন শেষ হয়ে রাত নেমে আসে
শয্যা পরেতে লুটে অবশেষে,
দীপহীন ঘরে একাকিনী প্রিয়া
জেগে থাকে তবু অভিমানী হিয়া।


(মাত্রাবৃত্ত ছন্দ,৬ মাত্রার)