চলে গেল দিন মহাকাল পথে
ফিরবে না আর  জীবনের রথে,
চিরদিন তরে নিল তা বিদায়,
কাল থামে না তো সদা বয়ে যায়।


শারদ সন্ধ্যা এল ধীর পায়ে,
কী যেন সে কথা বলে মৃদু বায়ে!
তখনো থামেনি দোয়েলের গান
গঙ্গাফড়িং করে আনচান।


পশ্চিমে আছে আবিরের আভা
কী যে অপরূপ প্রকৃতির শোভা!
সাদা মেঘমালা কোথা যেন যায়!
বকেরা তখনো ফিরছে কুলায়।


দিকে দিকে ওঠে ঝিঁঝিঁদের ডাক,
দল বেঁধে শিবা জুড়েছে যে হাঁক,
জোনাকিরা যায় দীপ জ্বেলে জ্বেলে
নিশাচর পাখি যায় কোথা চলে!


একা বসে ভাবি কার কথা যেন!
চলে গেছে দূরে মনে পড়ে কেন?
বলি বলি করে হয়নি তো বলা
দু জনা দু দিকে ভিন পথে চলা।


ধ্যানমগন্ সান্ধ্য প্রকৃতি,
ক্ষীণ রবে ভাসে সন্ধ্যা আরতি।
তারা জ্বালে দীপ আকাশের পথে,
ডাহুক ডাকিছে ডাহুকির সাথে।


শেফালির ঘ্রাণ বাতাসেতে ভাসে
আধফালি চাঁদ বাঁকামুখে হাসে।
গেল চলে কাল ফিরবে না আর,
সাঙ্গ করেছে লেনাদেনা তার।


বি.দ্র. স্তবক - চার চরণের
       চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
       পর্ব - ৬+৬
       লয় - মধ্যম
       ছন্দের নাম - মাত্রাবৃত্ত