শরতের ভানু গেল যবে ডুবে,
পূর্ণ চন্দ্র দেখা দিল পুবে।
হাসিহাসি মুখে রূপোর থালায়,
জগৎ ভরালো রূপের মায়ায়।


মাথা তুলে ধীরে যেন বলে এস,
আলো ভরা তটে চখি সনে বস।
কোটি কোটি ফুল আলো হয়ে ঝরে,
ভুবন ভরেছে ভরা শশীকরে।


জোছনা বসেছে পাতায় পাতায়
পুলক জেগেছে গাছের শাখায়,
হাওয়া করে সে ঝুমুর ধরেছে,
জোছনা যে তার নিবাসে এসেছে।


মধ্য গগনে যবে নিশাকর
পৃথিবী হয়েছে আলো ভরভর
সুষুপ্ত ধরা নেই কোলাহল,
সাদা জোছনায় বসুধা ধবল।


চকোরিণী পাখি করে ডাকাডাকি
দূরে আছে বুঝি চকোর যে পাখি,
কুল, শিউলির মদির আবেশে
মৌ মৌ খোশবাই বাতাসে বাতাসে।


মায়াময় রূপ ধরিয়াছে ধরা
মায়ী চাঁদোয়ায় সারা ধরা ভরা!
চাঁদ খলখল তারা জ্বলজ্বল,
জোছনা মেখে মহী ঝলমল।

বি.দ্র. স্তবক - চার চরণের
       চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
       পর্ব - ৬+৬
       লয় - মধ্যম
       ছন্দের নাম - মাত্রাবৃত্ত