কোথা পাব সুখ ?      ভেঙে যায় বুক
          না পেয়ে তাহার দেখা,
সুখের পেছনে        ছুটি এক মনে
         সুখহীনে আমি কি একা ?


দিকে দিকে খুঁজি     পেয়ে যাব বুঝি
            কামনার সেই সুখ,
যাহা আমি চাই       তবু নাহি পাই
          তাই পাই শুধু দুখ।  


আপনার তরে      খুঁজি শুধু তারে
        বোঝে না কেন যে মন,
আপনার সুখ        নহে শুধু সুখ
       খুঁজি  কেন অকারণ ?


দেখিনু সে দিন      এক অন্নহীন
        বসে আছে পথ চেয়ে,
বলিল সে মোরে      ওরে ও বাছারে
       কষ্টে আছি ক্ষুধা পেয়ে।


সামান্য সে দান      করিল অম্লান
        তার মুখে ফোটে হাসি,
চোখ দুটি তার        হলো মনোহর
        সুখের জলেতে ভাসি।


সেই হাসি মোর      চোখে দিল ঘোর
         এনে দিল সেই সুখ,
যে সুখের তরে        ফিরি বারে বারে
         কাঁদিয়া ভাসাই বুক।


ছোট ছোট সুখ       ভরাবে যে বুক
        যদি দাও দুখী জনে,
নতুন করিয়া       নিজের লাগিয়া
       সুখ চাবে না তো মনে।


বি.দ্র. স্তবক - দুই চরণের
       চরণ - তিন পর্বের
       পর্ব - ৬+৬+৮
       লয় - ধীর
       ছন্দের নাম - অক্ষরবৃত্ত (লঘু ত্রিপদী)