জেগেছে অশুভ বুদ্ধি চায় স্বার্থ সিদ্ধি
অন্ধ মোহের বশেতে ব্যবহারে বুদ্ধি,
তার ফলে আজ বিশ্ব বিষেতে বিষাক্ত
ঝরঝে যে প্রাণ এখন নেই কোনো ওক্ত।


ভীতি,আতঙ্ক, মৃত্যুতে ধরা দিশেহারা
দুঃখ,কষ্ট ও যাতনে বহে অশ্রুধারা
চলে গেল প্রিয়জন ধরি মৃত্যু বেশে
অকাল বিদায় তার না ফেরার দেশে


পূর্ণ ঘর শূন্য হলো মানা বড় দায়
যারা আজ বেঁচে আছে রবে বেদনায়,
কত আশা-স্বপ্ন ছিল বেঁধে ছিল ঘর,
মৃত্যুরূপি যম এসে করে দিল পর।


ইতিহাস বলে কথা কার হবে জয়?
মহামারি দুর্যোগের হলো বলে ক্ষয়।
অশুভ শক্তির ক্ষয় সময়ের ব্যাপার
জয় হবে মানুষের পুন যে আবার।


ক্ষুধা,রোগ, মহামারি মানুষের হাতে
নিঃশেষ হয়েছে কত রাত,দিন,প্রাতে,
শুভ বুদ্ধিতে মানুষ সব করে জয়
জ্ঞানপাপী কোন ছার হবে তার ক্ষয়।


ভয় পাবে না মানুষ হবে সচেতন
হাতে হাতে হাত রেখে বন্ধুর মতন,
মারবে করোনার বিষ, এটা হলো রণ
শুভ বুদ্ধি জয় পাবে করিলে যতন।


বি.দ্র. অক্ষরবৃত্ত ছন্দে রচিত,প্রতি চরণে পর্ব সংখ্যা ২, মাত্রা সংখ্যা ৮+৬