রাত শেষ হয় ধূসর আলোতে
মায়াময় রূপ বিশ্ব মাঝেতে,
পৃথিবী তখনো ঘুমন্ত পুর
রাত জাগা পাখি ডাকে বহুদূর।


তখনও জেগে রাতের পাখিরা
ঈশান কোণেতে সপ্তর্ষিরা,
শুকতারা জেগে পূর্ব আকাশে
চুপি চুপি কথা বাতাসে বাতাসে।
মসজিদ থেকে আজানের সুর,
মন্দির হতে ভজনের সুর
মুখরিত হয়ে যায় বহুদূর।


বিশাল জগৎ ধ্যানেতে মগন্
ভাষা নাহি হয় যেন তা স্বপন,
অনাদি ধরার এ কী অপরূপ!
মৌন যে সবাই করে আছে চুপ,
অনুক্ত ভাব ওঠে গুমরিয়া
আলো আধাঁরেতে পুলকিত হিয়া।


সবচেয়ে ভোরে ওঠে সে দোয়েল
স্নিগ্ধ সমীর বাজায় পায়েল,
ধূসর রং যে হয়ে যায় সাদা
জাগা চাঁদ কয় আয় মোর দাদা।
সূর্য তখন উঁকি দিতে চায়
ভরে ওঠে দিক লালচে আভায়
নিশি অবসান সে কথা জানায়।


(ছন্দ:মাত্রাবৃত্ত,পর্ব:২, প্রতি পর্বে মাত্রা: ৬)