আমি গুনাহ্‌গার তারে বুঝি
দেখেছি স্বপনে,
অন্তরে যার নুরের ছবি
রেখেছি গোপনে॥
বুঝি না সে কখন আসি
প্রাণে আমার বাজায় বাঁশি॥
আল্লাহুতে জড়ায় যেন
মধুর আলাপন॥
সে রুপের মাঝে অরুপেতে
নিজ খেয়ালে থাকে মেতে॥
জানি না সে কেমন করে
জাগায় জোয়ার জীবন ভরে!
মহিমা তার পাই যে আমি
বাঁচার প্রতিক্ষণে॥