প্রাণের নবী হযরত আমার
                 আখেরী রসুল;
ঐ নামের গুনে পার হবো ভাই
          পুলসেরাতের পুল॥
রসুল নামের ভরসাতে
বসে আছি শুন্য হাতে
খোদা তারই শাফায়াতে
আমার মাফ করিবে ভূল॥
আমি রসুল নামের দামন ধরী
রোজ কেয়ামত যাবো ত্বরি।
নবী আমার সাথের সাথি
জেলেছি তার নামের বাতি
সেই খুশিতে দিবস রাতি
আমি ফোটাই নুরের ফুল॥
<ফজল এ খোদা>
       *¥কবিতা দুই¥*
            #কান্ডারী#
ওরে আমার জীবনের কান্ডারী
মহানবী হযরত মোহাম্মদ
তোমায় ভুলিতে কি পারি॥
অথই সাগর পারাবারে
ঝড় তুফানে অন্ধকারে
বিভেদ ভুলে সবাই মিলে
ধরি তোমার নামের সারি॥
দিনের রসুল আল্লাহর
বন্ধু প্রেমাস্পদ,
তাই প্রাণের চেয়েও প্রিয় আমার
নবী মোহাম্মদ॥
নিতুই আমার সকল কাজে
তোমার বাণী সদাই বাজে
গজল হয়ে হৃদ মাঝারে
বাজে সুরে সুরে সঞ্চারী॥
{ফজল এ খোদা}