আকাশ ভরা চন্দন ভোরের গন্ধ
দিলাম তোমায়
তোমার তো এখনো কাটেনি ঘুম ঘোর
স্বপ্নে দেখো কিছু আধ ফোটা শিউলি র কুঁড়ি
আর জলপাই রঙা এক রমণী
শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয়
যদি ও শোনা যায় মধ্য রাতের গির্জা ধ্বনি
আঁখি পল্লব জুড়ে শিশিরের ডাক
রাতভোর জোনাকি আলো ধুয়ে যায়
ঘুট্‌ঘুটে অশরীরী কালো রাত
ভোর নেমে আসে শুধু আমাদের চোখে
সম্পূর্ণ করে যায় অসমাপ্ত অভিসার