তোমাকে একটা পাহাড়ের সামনে দাঁড় করিয়ে দেব
অখণ্ড অবসরে খণ্ডিত বরফের জন্য অপেক্ষা করবে
বর্ষা আসবে যখন, মাঝে মধ্যে ল্যান্ডস্লাইড
খুলে যাবে সব কটা ঝর্ণার মুখ, তোমার কলমের ও
সেইসব আঁকা বাঁকা পথ, যেখানে শুধু পায়ে হাঁটা ছাড়া গতি নেই
পাইনের ঘন বন, সূর্যও পা ফেলে সন্তর্পণে সেইসব পাহাড়ি পথে
গঙ্গোত্রী ঘুরে এসে তুমি, ফিরতি পথে চার ধাম
এইভাবে ঘুরে ঘুরে আবার দাঁড়িও এসে পাহাড়ের মুখোমুখি,দেবতার নয়
আমার তো ছুটি পাওয়া দায়, অফিস- সংসার কত কিছু সামলাতে হয়
তুমি লিখো, পাহাড়ের মতো, আকাশের মতো
মাঝে মধ্যে পড়ে শুনিয়ো প্রতিধ্বনি আকাশে বাতাসে
বর্ষা আসবে যখন,মাঝে মধ্যে ল্যান্ডস্লাইড
খুলে যাবে সব কটা ঝর্ণার মুখ, তোমার কলমের ও