যে আমার একান্ত নিজের, আমার বিনি সুতোর ঘুড়ি


উড়িয়ে দিলাম তোকে, তুই চলে যাস অন্য কোনো গ্রহে


যদি কখনো তাকাস কলঙ্ক লাগা পৃথিবীর দিকে


চোখ পড়বে ই নিষ্কলঙ্ক দুটি কাজল চোখ এক বুক তৃষ্ণা নিয়ে তাকিয়ে আছে


চাতকের মত শুধু আকাশের দিকে


"আল্লা মেঘ দে পানি দে " বলবে না কক্ষনো


কারণ সে ঘোরতর নাস্তিক আর আকাশ ছেঁচে অভিমান কুড়িয়ে নিয়েছে আঁচলে


তার বৃষ্টি হয়ে ঝরে পড়ার অপেক্ষা  গ্রীষ্মের মরুভূমি  দুপুরে


তোকে ভোকাট্টা করে নামিয়ে আনবে মাটির বুকে