ও মেয়ে,


তোর মুখ পুড়ল কিসে-


কি বলবো মা, পথের ধারে ছাড়া ক্ষেপা মোষ


ও মেয়ে তাই বলে কি ভয় পেলি তুই?


জানিস না তো ঘরের মোষ ও ক্ষেপে


মুখটা ছাড়া সারা শরীর পোড়ে


তৃপ্তির ঘুম ঘুমায় যখন পুরুষ


নাড়ি ছিঁড়ে কান্না উঠে আসে


যাস নে মাগো, ওদের কাছে- ওরা খারাপ ছেলে


অন্ধকারে বেরোস যখন রাতে মশাল খানা রাখিস তুই সাথে


দিন আর রাতের তফাত কোথায় আছে


মেয়ে মানেই চলত হবে আঁধার ঘেরা পথে


চোখ জ্বেলে নে মন জ্বেলে নে বোন


শরীর খানা শুধু মাত্র একটা আভরণ


বাঁচতে তোকে হবে


যত দিন না মায়ের মতন পুরুষ পাবি পথে