মাঝে মাঝে কেমন শূণ্য় হয়ে যাই


শব্দ শুধু ঠোঁটের নড়াচড়া


চোখের সামনে শুধু সাদা


মনের মধ্য়ে শিকড় গজায় পুরু


ধূ ধূ মরুভূমির বুকে বেড়ে চলে শুধু


আসলে তো তৃষ্ণার জল,ওষ্ঠে আধার


অনুভূতির নিশ্চিন্ত ঘুম


হাজার বছর ধরে


অভ্য়স্ত রোজনামচায় পা


তার ফাঁক গলে গলে তাও


চোখের কোণে এসে পড়ে


তোমার চোখের জলন্ত বিদ্রোহের আলো