ছড়িয়ে দিয়েছি ধুলো, আমার ঘরের আয়নাতে তোমার এলো চুলের আবেশ
হাত বাড়িয়ে আকাশ থেকে পেড়ে আনি আলো, বৃষ্টির জলে ধুয়ে দিই চোখ
এলোমেলো হয়ে যাই আরো প্রতি দিন -তোমার দিকে চাই, বানিয়ে চলি তরঙ্গ
যখন ই আমি একা আমার দেবতা র মুখোমুখি
বুঝতে পারি কতখানি শূন্য, দেবার মতো আর কিছু নেই
তবু মাঝে মধ্যে পেড়ে আনি তোমাকে আমার এলোমেলো ঘরে
দি চামরের হালকা বাতাস আর একটা মাত্র টাটকা জুঁই ফুল
যদি জমিয়ে জমিয়ে তুমি মালা গাঁথ কখনো!