ঘুমের মতোই উধাও হচ্ছে স্মৃতি
চোখের তারায় জমছে পলি মাটি
ক্ষরার মতই তৃষ্ণা বুকে নিয়ে
হারিয়ে যাচ্ছে পরিযায়ী পাখি
একাই এখন শহর খুঁজে ফিরি
না জানা সব অনেক গলি ঘুঁজি
বাড়ছে বয়স পুরোনো হচ্ছে শরীর
প্রেমের নাম দিয়েছি নিরুদ্দেশ
রিসেন্ট কলে অবাঞ্ছিতের ভিড়
বাঞ্ছিত রা বিচ্ছিন্ন দ্বীপ
আমার পাশে রিজার্ভ সীট ছিল
আটটা পাঁচের লোকাল ট্রেনের ভিড়
এখন তারা ধুলোর বাড়িঘর
মানুষ ই খায় মানুষ নামের সুখ
তোমার তাতে যায় আসে না কিছুই
সেসব খালি হারিয়ে যাওয়া মুখ