তানপুরা র তার বাঁধছি
একটা নিপুণ রবীন্দ্রসঙ্গীত গাইব -
ঠিক যেমনটি গাইতেন পূর্বা দাম
সারেঙ্গী র ধুলো ঝেড়ে পরিপাটি
একটা নজরুল, ঠিক যেন ফিরোজা বেগম
সকাল থেকে মনের মধ্যে যে ভৈরবী
ভীম সেন সিরিজ মত
খাপে খাপ সুরে সুর মেলা ছাড়া কোনো গান-
গারদের পিছনে-
আমাদের রাষ্ট্রের কান বড় বেশি সুরেলা-
আস্ত অগোছালো আমির একটা আস্ত বেসুরে গান
রাষ্ট্রযন্ত্রের হাতে ধর্ষিত হতে হতে
শ্মশান স্তূপাকৃতি লাশের ফেয়ার ওয়েল-
এই কালো ধোঁয়ার দিব্বি
আমার বেসুরো গানে গিটার বাজাবে অস্পৃশ্য চে