জোর করে ঐ চোখ ঢেকেছি,  খিল দিয়েছি ভিতর ঘরে
ইচ্ছা যদি কচুর পাতায় টাপুর টুপুর বৃষ্টি ধরে
যেসব ট্রামে বর্ষাতি বয় রৌদ্র কিংবা প্রবল ঝড়ে
যেসব দিনে সাঁঝের বাতি কাঁপতে থাকে প্রবল জ্বরে
বেহিসাবি আদর ডাকে আলতো করে বেজায় মুডে
সেসব দিনে বরং তুমি বিরতি দিও বাঁধের কাজে