কার্নিশের যে অংশটা সাঁতলা পড়ে শুকানোর অবকাশ পায়না এমনকি শীতের দিনে,
ভাঙন ধরেছে হাড়ে ও মজ্জায় সেখানেই পা ঝুলিয়ে বসে থাকে রোজ
ডুকডুকি কিম্বা ঠোম্বি নিয়ে হাতে তাল দেয় রণ দামামার সাথে আলতো গতিতে
রিনিঝিনি বৃষ্টিতে ওর মন গলে না ওর শরীর ভেজেনা, আজন্মের পিপাসারা
চাতকের আত্মা ভর করে , ও ঝড় চায় ,টর্নেডো -
মৃদু মন্দ বাতাস কে ও ভয় পায় প্রচণ্ড ভয়
টর্নেডো এলে ও মীরার ভজন গায় গলা ছেড়ে
ওর ভিতর ঘরে ছাদ ফুটো করে বৃষ্টি নামে প্রায়
শুধু বর্ষায় নয় ওর ভিতর ঘরে বৃষ্টি বারো মাস