ফুসফুস ছাকনী হয়ে মাছ ধরতে বেরবে বোধহয়
গোনা গুনতি চব্বিশটা পাঁজরের হাড় , অসহায় জানালায় বেঁধে রাখতে চায়
স্পাইনাল কর্ডে স্নায়বিক সুতো শোক দিয়ে গাঁথা হচ্ছে প্রতিনিয়ত জাল
মন খারাপের ফাতনা ভাসছে গঙ্গার জলে, নৌকা বিহারে-
আয়োজনে কোনো ত্রুটি কোত্থাও রাখেনি তো কেউ
পৃথিবীর দীর্ঘতম রাতের দৈর্ঘ্য কত হবে ?
প্রবাবেলিটি ফ্যাক্টর সবথেকে গুরুত্বপূর্ণ এখন
শুধু দূর থেকে আমাদের সব্বার হাতে ধরা থাক হাত , অধীর আগ্রহে
পৃথিবীর সব গাছে অমৃত হোক
আমরাও একদিন সামলে উঠব গণ চিতা কিংবা জন জানাজার শোক-