চল তোর সাথে আজ বেড়াতে যাব
আমি তো কোনোদিন ই তোর চোখে সবুজ দেখিনি
কিম্বা মনের গহীন নীলে-
গাঢ় সবুজের নিবিড় বনে
শীতল পাটি বিছানো যেখানে-
নবান্নের ঘ্রাণে নিকানো উঠোনে
হাত ধরে সরু আল পথে-
সবুজ সহজ জীবনে -


চল তোর সাথে আজ বেড়াতে যাব
বিকেল বেলার শেষে
আলতো কনে দেখা আলোয়
আকাশ জুড়ে পাখিদের ফেরা
তার পরে রাত নেমে এলে
তারাদের মন্ত্রণা কানে
আমরাও ফিরে যাব-
এক চিলতে চিলেকোঠা