আমার ভাগে গোলা ভরা ধান
রাত চরা জ্যোৎস্না
চোখ জোড়া জারুলের ফুল
আর এক চিমটি ভালোবাসা
স্মৃতিতে টান দেবার বিচ্ছিরি অভ্যাস
কথা ছিল
পরিযায়ী পাখিদের মতো খুঁজবো না বসন্ত
ঝলসানো চাঁদের টিপ কপালে
সিঁথিতে দেব চন্দনের লাল
অথচ
এখন দরকার ছিল একমুঠো শীতার্ত রোদ্দুর
দিনের কাজের শেষে মুছে ফেলা টাটকা ঘাম
আর কিছু প্রতিশোধ মূলক বিরহ