আমার কিছু স্বপ্ন ছিল ঘুমের ঘোরে দেখার


আমার কিছু স্বপ্ন ছিল দুপুর বেলা একার


একখানা মন. একখানা কোণ,একলা করে পাবার


রোজ সকালে একখানি মুখ ঘুমের ঘোরে ই দেখার


মস্ত বড় বসত বাড়ি , ঢাউস গাড়ি চাইনি আমি কিছুই


পাখির মত বাঁধব যে নীড় ছোট্ট গাছের আগায়


তারপরে তে বৃষ্টি এলে দুই জনে তে চুপসে ভিজে


গাইব কোষে বেহাগ, এই টুকু তো চাওয়ার-


তোমার মনে মেঘ করলে আমার চোখের পানি


মেঘলা আকাশ আলোয় ধুয়ে দেবে ই আমি জানি


এই পৃথিবীর আঁধার যত লাগব না তো গায়ে


স্বাধীন ভাবে বাঁচবো দুজন শুধু জীবন ভরে