বৃহস্পতি বার ভোর বেলা জন্ম হয়েছিল মেয়েটির |বৃহস্পতির এমন ই গেরো রং হল তার কুচকুচে কালো |
প্রথম বার মার কোলে তুলে দিয়ে ধাই বলল মুচকি হেসে,এই নাও তোমার কয়লার ডেলা| বাবা যখন এল দেখতে, মা বাবাকে জিজ্ঞাসা করেছিলেন , ভালবাসবে তো তুমি আমার মেয়েকে -
বাবা বললেন আদর করে ভগবান যা দিয়েছেন বুকে জড়িয়ে মানুষ করব তাকে|
সে বড় ভাগ্যবতী, বাঁচতে পেল এ অভাগা দেশে-
মেজ মাসি র ননদ তাকে ক্ষেপাতো 'তোকে হাসপাতাল থেকে কুড়িয়ে এনেচে, দেখ বাড়ির সব্বাই ফরসা তুই কেমন কালো '|
কি ভীষণ ভয় ,ছুটে গিয়ে মার কোলে, " মা তুমি আমায় কুড়িয়ে পেয়েছ?" মা বলতেন হেসে দুর বোকা তাই কি হয় কক্ষনো |
সে তখন ক্লাস এইট, পরীক্ষার ফল তেমন হয়নি ভালো |
মা কেঁদে বলল বুঝিসনা কেন বোকা, অসাধারণ না হলে মা বাবা ছাড়া কেউ ভালোবাসবেনা | সে দিন থেকে আফ্রিকা মেয়েটির প্রিয় দেশ |
মেয়েটির যখন আঠারো হল, মনে প্রাণে বিদ্রোহ , তখন সে প্রাণপণ সাধারণ মেয়ে হতে চায় , কিন্তু তখন আর সে ফাস্ট না হয়ে পারে না |
পড়াশুনা শেষে সকলের প্রত্যাশা পূরণ করে খুব বড় চাকরি পেল সে |
অদ্ভুত ভাবে মেয়েটি কিন্তু কোনো মিশ কালো ছেলের প্রেমে পড়ল না, যদি ও তার সবথেকে প্রিয় রং কালো |
মেয়েটি তার প্রিয় দেশ আফ্রিকাতে ও চলে গেলো না |
সদ্য মা হওয়া মেয়েটা নিজের মেয়ের ফরসা টুকটুকে রং দেখে মনে মনে আনন্দ পেলো | এখন তোমরা তাকে বর্ণবিদ্বেষি বলতে ই পারো |
সে এখন আর এ দেশ ছেড়ে আফ্রিকা যেতে চায় না |
সে এখন নিজেই একটা দেশ |