মাঝে কত কিছু, অটো বাস ভরা আস্ত মফস্বল
চশমার কাচ ধুয়ে নিস নিজে দিয়ে কুয়াশার জল
অনেক অঙ্কে চাপা পড়ে ছিল চিঠি ছাড়া ফাঁকা খাম
তোর বাড়িতে শীতার্ত মেঘ আমিই পাঠালাম-
ভাবছি এত যে স্পস্ট করে নিজেকে বোঝাতে চাই
তুই কি বলবি,নিয়েছিস তুই আমাকে বোঝার দায়?
রিক্সার হুড দুপুরেও খোলা, গায়ে লেগে থাকে রোদ
কবিতার নিচে জমা পড়ে থাক বুকের সব বারুদ