খুঁজতে গেলাম স্বাধীনতা
চূর্ণি নদীর কাছে-
নৌকা বেয়ে উজান স্রোতে
যাচ্ছিল যে মাঝি,বলল হেঁকে
স্বাধীনতা ভাতের পাতে মাছে


খুঁজতে গেলাম স্বাধীনতা
সবুজ ধানের ক্ষেতে
বলল চাষী স্বাধীনতা
ভাতের পাতে শাকে
যদি রোজ দুমুঠো মেলে


খুঁজতে গেলাম স্বাধীনতা
কারখানার ওই গেটে
বলল শ্রমিক স্বাধীন হবে
তালা  যদি কক্ষনো না ঝোলে


খুঁজতে গেলাম স্বাধীনতা
নিজের ঘরে এসে
দেখি বেড়ার পরে বেড়া
নিয়ম কানুন গেঁথে
বেঁধেছি খুব কষে
আচার বিচার ভালো মন্দ
ধর্মের সুড়সুড়ি
আস্ত গারদ মনের মধ্যে
মধ্যবিত্ত পুঁজি-