এক জোড়া চোখ রক্তাল্পতায় ভোগা ,তবুও ফোঁটা ফোঁটা রক্ত শরীরে
হাজার উদ্ধত বাইসন দৌড়ে আসছে জোরে তোমার গতিপথে,ধারালো শানিত শিং
আমার জন্য মেঘ বুকে জলকণা ভরেছ. তুমিও রওনা দিয়েছো আমার শহরের দিকে
ওই মুখ, চোখ রেখে দিতে চাই নিজস্ব ওয়াড্রবে,
কখনোবা জ্যোৎস্নায় কলার বাসনা ভাসাই আদরের জলে
শুধু কোনো কোনো শুকনো বৈশাখী দিনে , আমার হাতের উপর তুলে নিয়ে ওই দুই চোখ
চোখে চোখ রেখে বসে থাকি সারাটা দুপুর, ভাবি
আবার জোগান পাবে কখনো রসদ, জেল্লা ফিরবে ওই মুখে
চোখ পুষবে নদী , আনন্দের জল