আমার ইচ্ছে গুলো নোঙর ফেলেনি
তাসের দেশ থেকে চলে যাব দূরে
জ্যোৎস্নারা এখনো তো শীত ঘুমে বসতি গড়ে নি
নীরবতা যা পারে শব্দ তা কখনো পারেনি


রোজ ভাবি মরে গেছি
তবু চলি এ হৃদয়ে বাইপাস সহ
লাশ কাটা ঘর থেকে এই দেহ কুড়োতে
হয়তো বা আছে কেউ , করে দেবে দাহ



ইতিহাস বই সব আজ মহাকাব্য
সব নদী বাঁধ পেলে হয়নাতো শান্ত
বারবার ফিরে আসে বন্যেরা বনেতে
খাঁচায় পুরলে মন পোষ তবু মানে কি?
আবেগের বন্যায় ভেসে যায় নদী
হাতের উপরে হাত তুমি রাখো যদি