দুঃখকে দুই ফুঁ দিয়ে উড়িয়ে দাও
বসতে দিলেই বিপদ ডেঙ্গু র মশার থেকে ও সাংঘাতিক
বরং রোজ সকাল থেকে রাত অবধি প্রাণপণ বাঁচো


সকালে যে পাখিটা তোমায় দেখে শিষ দিয়ে গেল
তার জন্য অনাবিল আনন্দ তুমি পেতেই পারো
মাঝে মধ্যে ই জানি একরাশ দুঃখ বুকের মধ্যে দলা পাকিয়ে গলা পর্যন্ত উঠে আসতে চায়
ও কিছু নয় অ্য়াটেনশন পাবার ফিকির
হুস হুস করে তাড়িয়ে দাও ,তারিয়ে তারিয়ে উপভোগ কর ছোট ছোট ভালোলাগা গুলো ও


আফসোসের ফাঁক  দিয়ে ঢুকে পড়ে দুঃখ, চোখের জল ও
কান্না পেলে আনন্দে কেঁদে নিও, দুঃখের ভাগে রেখোনা কানাকড়ি
আনন্দের হাত ধরে এক্কাদোক্কা খেলতে খেলতে এগিয়ে চল
জন্ম মৃত্যু দুই ই ভীষণ সুখের