তুমি কতদিন নেই যেন?


না না তোমার আসার আশায় দিন গুনছি,


এমন ইমোশনাল ফুল ঠাওরিওনা যেন


লক্ষ রাখি তোমার সব পাবলিক পোস্ট আর মিটিং মিছিলে


তাই বলে ভেবে বসো না


সব পাবলিক পোস্টে র মধ্যে খুঁজছি এমন একটা পোস্ট


যে নিরিবিলি তে শুধু আমার সাথে কথা বলবে দুদণ্ড


আমার ই বা সময় কোথায় বলো


আজকাল ভোট এসে গেছে কত ব্যস্ততা


তারপর হাবিজাবি লেখা-


অফিসেও বেশ চাপ


তবুও পলাশ ফোটার খবর আমি আনন্দবাজারের পাতায় খুঁজি না


আজকাল করোনা র দৌলতে চুল কাটা হয় না, বেশ খোঁপা বাঁধা যায়


না না ,তাই বলে কি কাজে মন না দিয়ে বেল ফুল খুঁজতে যাবে নাকি


এটা তো যাকে বলে জাস্ট এফ. ওয়াই. আই.


প্রেমিক যদি গণতান্ত্রিক হয় আর প্রচণ্ড পাবলিক


তাহলে তাকে খোলা চিঠিতে কতটুকু লেখা যায়?


ভালো আছি ভালো থেকো-পাশেই আছি পাশেই থেকো


আমি কক্ষনো ইতি লিখবো না