আমি তো ডাকি নি তোমায়, তবু তুমি এসেছিলে
বলেছিলে পৃথিবীর পথে যত ভালোবাসা আছে
কুড়িয়ে দেবে আঁচল ভরে যেতে যেতে
সেই আলেয়ার ডাকে আমি মরুভূমি
আরশি নগরে সবুজ নৌকা ভাসিয়ে পথ চেয়ে থাকি
তুমি চলে যাও মাটি আর ঝলসানো রুটি র খোঁজে
ক্ষুন্নিবৃত্তির নগর জীবন  
আমি শুরু করি কিছু বকুলের চাষ  
আমাদের যা ছিল আপাতত কুলঙ্গি তে তুলে রাখি
দু চার পাতা প্রেমের সংলাপ