আজ সারাদিন বৃষ্টির রিমঝিমে
কাকভেজা সব গাছেদের শীতঘুম
শহরের সব অলিগলি নির্জনে
নিভিয়ে ফেলেছি রাস্তার সব বাতি
বৃষ্টিতে সব ট্রামেদের রেনি ডেতে
আমার পকেটে জমা হোক সব ছুটি
তুমিও বোধহয় কাগজের নৌকাতে
সাদা কালি দিয়ে লিখে দিলে অভিমান
পৃথিবীর সব মনমরা আলো এসে
বাসা বাঁধে জানি তোমারই জানলাটাতে
বৃষ্টিতে সব মনেদের রেনি ডেতে
আমার পকেটে জমা হোক ভাঙ্গা মন
শহরের সব বিষন্ন মানুষেরা
বৃষ্টির জলে ধুয়ে নিক দর্পণ
ভাঙাচোরা সব কবিতার শব্দরা
বৃষ্টির সাথে মিশে যাক বিলকুল
বৃষ্টিতে সব পাহাড়ের রেনি ডেতে
আমার পকেটে জমা হোক ঝর্ণারা
আজ সারাদিন বৃষ্টির রিমঝিমে
কাকভেজা সব গাছেদের শীতঘুম