হ্যালো, বাড়ি পৌঁছে গেছো তো?


হ্যাঁ নিজের ঘর


কি করবে এখন?


নিজের সাথে কিছুক্ষণ-


আমি জানো তো ছাদে দাঁড়িয়ে


কি সুন্দর গোটা চাঁদ দু চোখে জল এনে দিল


তোমার কবিতা টা শেষ হল?


না জলে ভাসিয়ে দিলাম নৌকা বানিয়ে


কেন?


খাতার পাতায় ঝড় উঠল


ঝড়ের হাওয়ার ভিতর থেকে আল্লা মেঘ দে পানি দে বলে ডেকে উঠল


একরাশ ঢেউ এসে ভাসিয়ে নিয়ে গেল অক্ষর


তাই নৌকা একটা বানাতে ই হলো-


আমি কি তোমার নৌকার মাঝি হব


না প্লিজ, তুমি আমার কিছু হতে চেয়ো না কক্ষনো


তুমি পারলে আমাকে আগুনে পোড়াও


খাঁটি চারকোল দিয়ে  তুমি এঁকো আস্ত খাজুরাহ


বেশ তবে রাখলাম তোমাকে -


   নীরবতার কাছে বন্ধকী