হাওয়া এসে দিয়ে যায় দোলা ঢেউয়ের মতন
অন্ধ অবোধ হাওয়া হুটোপাটি অনায়াসে
থরে থরে রাখা অগুনতি ছায়াপথ
নিবিড় কালো রাত ছুরির ফলায় ছিঁড়ে
জোড়াতালি দেওয়া অষ্টমী চাঁদ
ভেসে গেল সাগরের জলে
ভরা কোটালে র নিবিড় ভাঙন
কৃশ রাতে চুপচাপ ঠোঁট শুধু ধরা ছিল ঠোঁটে
দিনের আলোয় ছিঁড়ে গেছে তার
ধুয়ে গেছে চুম্বন বৃষ্টিতে ভিজে
মনে পড়ে ?
আজ থেকে অর্বুদ ফাগুনরাত আগে?