হাঁটছি আমি হাঁটছি অগুনতি সন্ধ্যায়
ধূনোর গন্ধ, হরি নাম আর সারি সারি শব পেরিয়ে
অক্সিজেনের আকাল
চারটে নদী এসে মিলেছে চৌরাস্তা র মোড়ে
অহেতুক
আমি পথ হারিয়েছি তোমার ভ্রূরুর ভাঁজে
বেরনোর দরজা, চাবি হারিয়ে ফেলেছে বোধহয়
এই ভাবে হাঁটতে হাঁটতে অপেক্ষা
পৌঁছে যাব আরব সাগরে , এলাচের সুবাসিত দ্বীপে
উটের দৌড় আর যৌন দাসী-
আসলে প্রেম শুধু -
কবিতার খাতা