ভাবছি লিখব বিরহ অথবা প্রেমের কথা
মনে আছে ছোটবেলা ? রচনার প্রশ্নে  থাকত যেমন গরু অথবা বিদ্যালয়-
যে কোন একটা লিখতে পারি আমি, দুজনেরই  ফুল মার্ক্স বারো
তার মানে এক প্রকার এই দাঁড়ায় , দুজনের ই গুরুত্ব সমান -
যদিও আমার ধারণা অচিরেই গরু এবং বিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব লেখার সময় চলে আসবে
লিখতে গেলে বা বুঝতে গেলে অথবা,এবং, কিন্তু - এই শব্দ গুলোর মানে বোঝা খুব জরুরি.
পড়তে গেলে মানে না বুঝলেও চলে, সব পড়ার মানে বোঝা গেলে ছায়া প্রকাশনীর বড় লোকসান হবে-
যাক আসল কথায় আসি, যা বলছিলাম,
প্রেম আথবা বিরহ , এই দেখো !  এরা দুটো অথবা হয় কি করে?
প্রেম হলেই তো বিরহ হয়, মানে.. একটা কারণ আর অন্যায় ফলাফল |
প্রেমের জায়গায় তো আর বিরহ বসতে পারে না !
আসলে কিন্তু তোমার আর আমার মাঝখানে আকাশের মত দূরত্ব থাকলে প্রেম হয় ! অথবা বিরহ !
যতক্ষণ উপেক্ষার ভণিতা, অথচ অনুভূতি ট্রান্সফার হয় অবলীলায়, নীরবতা কথা বলে হৈ হৈ করে
আমার মনে মনে গড়ে ওঠা তোমার প্রতিকৃতি আমার মনের রঙে
ততদিন প্রেম বেঁচে থাকে ! অথবা বিরহ !
যখন আমি গাছের আড়াল খুঁজি, দুঃখ লুকিয়ে রাখব বলে গাছের কোটরে
দুঃখরা জন্ম দেয় সুখের আষাঢ়
পুনর্জন্ম হয় প্রেম অথবা বিরহের
আষাঢ়ের জল পেলে ঘাসেরা সবুজ হয়,
পটলার মা পটলাকে বলে ইস্কুল যাবার সময় কমলিকে মাঠে দিয়ে যাস
খুঁটটা বেঁধে দিবি , ফেরার পথে নিয়ে ফিরিস…
মাঝখানের সময়টা
প্রেম অথবা পর্ণোগ্রাফি অথবা লাইভে অথবা ভায়োলেন্ট ভিডিও গেম
অথবা বিরহ , যার সাথে দূরত্ব এক ইস্কুল মাঠের
ধুর ছাই লিখতে গেলেই বেয়াড়া কলম  এদিক সেদিক বাঁকে
অথচ শুধু প্রেম লিখে যাই অশরীরী অথবা শরীরে
দুঃখরা জন্ম নেয় সুখের আষাঢ়ে
পুনর্জন্ম হয় প্রেম অথবা বিরহের