আজ মন একটা বিষন্নতার কাপড় পরে দাঁড়ালো গিয়ে ছাদে
পাশের বাঁশঝাড় থেকে বাঁশ পাতা থেকে থেকে খস খস শব্দের বাঁশি বাজিয়ে যাচ্ছে
কানের মধ্যে একটা ঝিঁ ঝিঁ পোকার ডাক ক্রমশ তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে
সময়টা গোধূলি ডিঙিয়ে আসা রাতের দুয়ার
তারা কিম্বা চাঁদ , না আজ কোনো রোমান্টিক খবর নেই
টবে র গোলাপ গাছটা ও আজই দেখছি শুকিয়ে গেছে
না না , হয়ত শুকাচ্ছিল অনেক দিন ধরে, শুধু আমি খেয়াল করিনি বোধহয়
আজকাল অনুভূতি ব্যাপারটা ভোঁতা হচ্ছে তাড়াহুড়ো করে
উদাসিনতার পোয়া বারো গত বারো মাস
তুমি চলে গেছো , তারিখ টা !ওই দেখো ! কেমন ভুলে যাই-
এইখানটাতে দাঁড়িয়ে শুনিয়েছিলে " আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে" ২৮শে ফাগুন
আর ওই দড়িটাতে আমার তুতে রঙের নতুন জামা টা মেলে দিয়ে পড়ে থাকা রঙিন জল দিয়ে হলি খেলেছিলে
সে তো ছিল ২১ শে বৈশাখ
মনে আছে সব , টুকরো প্রেমের ইতিহাস