তুমি আমায় দিয়ে গেলে দীঘির মাঠের আস্ত আকাশ


আর দিয়েছো একটা অক্সিজেন ভরা ফুসফুস


যে এক পৃথিবী দুঃখের মধ্যে হেসে কুটিপাটি হতে পারে বেশ


আমার দু মুঠোয় ভরে নিয়েছি তোমার সমস্ত রাগ আর দ্রোহ


তোমার দেহের সমস্ত আভরণ  অলঙ্কার


যাতে কিছু মাত্র নেই উৎসাহ আমার


দিয়েছো অধিকার আকণ্ঠ বিলিয়ে দেবার


তোমার সব পুরোনো খোলস, যা ছিল নিতান্ত প্রয়োজন


তোমার কথা, যা তখন শুনতে ছিল উপদেশের মতন


তোমার সমস্ত কবিতার খাতা সযত্নে করছি লালন


বুক চিরে বয়ে যাওয়া দু খানা নদী আর আফ্রিকা মহাদেশ


আর দু একটা গ্রাম জোড়া মানুষ-


এসব  ই তোমার দেওয়া যৌতুক


আর দিয়েছো তুমি আমাকে উত্তরাধিকার সূত্রে


সমস্ত নিয়ম ভাঙ্গার স্বাধীন স্বেচ্ছাচারী এই মন