একটা তাক বানাচ্ছি মৌচাকের মতো
এক একটা ঘরে তুলে রাখছি উপহার ,
আমার কি বোর্ডের সেই সেই কি গুলো যারা টাইপ করতে পারে শব্দ না করে তাদের খুলে নিয়ে লুকিয়ে ফেলেছি
কি বোর্ডটা রাখা রইলো পথ নির্দেশিকাতে
আমার প্রিয় চশমা, মায়ায় পড়ে কোন ভ্রমণের সঙ্গী করতে পারি নি বলে যার কোন জুতসই ফটো রইলো না কোথাও
স্ট্র্যাপ ছেঁড়া ঘড়িটা, এখনো যে টিকটিক করে
একপিঠে আমার ভাগ্য অন্য পিঠে আমারই ওজন লেখা একটা টিকিট
জমিয়ে রাখা আমার স্বভাব নয় যদিও, অ্যাটেনশনের ক্রেজ নেই কোন
তবু কখনো তোমার যদি মনে হয়, উত্তরাধিকারের হিসাব মেলেনি
কি বোর্ডটা তোমার করে নিয়ো, ও অঙ্কতে বড় ভালো
পারলে মৌচাকটাকেও