অত দূরে যেও না
অলোকবর্ষের অঙ্কে আমি খুব কাঁচা
যতটা দূরে গেলে চোখে চেয়ে মিথ্যে বলা যায়
তার থেকে বেশি দূরত্ব বয়ে চলা অহেতুক
মাঝখানে খানিকটা আলো হাওয়ার ঘরবাড়ি থাকুক বরং
শুধু তাপটুকু  যেন এসে গায়ে লাগে  জ্বর  পেলে-