জানো অনন্য,
আজকাল তোমায় বড্ডো বেশি ভাবছি।
আজকাল তোমায় বড্ডো বেশি চাইছি।
তুমি আমার ধরাছোঁয়ার বাইরে,
অদেখা এক ব্যাক্তিত্ব।
তবুও যখন নিস্তব্ধ দুপুর বেলা,
ছোট টুনটুনি পাখি টা,
লতানো গাছটায় দোল খাই
তখন মনে হয় - না! না!
তুমি তো সেই চিরকালের একই রূপ।
কতবার প্রাকৃতিক সৌন্দরতায়
তোমায় আমি দেখেছি।


যখন গভীর রাত্রি,
জেগে আছি একলা চাঁদ আর আমি।
তখন সেই একটা কথা শোনার জন্য
হৃদয় আমার উদবেলিত,
কর্ণ আমার ব্যাকুল,
আবেগ গুলো উপচে এসে,
চোখ দিয়ে গড়িয়ে পরে।
তখন আমার কি মনে হয় জানো অনন্য!
তোমার অনুভূতি আমায় ছুঁয়ে গেল।
অথচ দেখো সেই কতদূরে তুমি আছো
সেই আমার ধরাছোঁয়ার বাইরে
হয়তো অবাস্তব কোনো এক দেশে।


জানো অনন্য,
তোমার মধ্যে এক স্নিগ্ধতা আছে
ঠিক যেমন মায়ের আঁচল,
ঠিক যেমন বট গাছটায় বাঁধা -
পাখি দের নিশ্চিন্ত নীড়।
ঠিক যেমন সুবুজের সমারোহ,
ঠিক যেমন বকুলের সুগন্ধ।
সেই স্নিগ্ধতা প্রতিদিন,
আমায় অবাক করে।
অথচ দেখো অনন্য
তুমি সেই আমার ধরাছোঁয়ার বাইরে।
আসলে কি জানো অনন্য!
তুমি আমার কল্পনা জগতের
অদৃশ্য এক ছায়া।