সকাল হলেই ছোটরে ছোটরে স্কুল
ভুল করেও হয় না যেন ভুল।
আমরা ওগো ছোট্ট ফুল
আমাদের তো হবেই ভুল।
বইয়ের ব্যাগে কাঁধ ছিঁড়ে যায়
এত ওজন বইতে পারি কি হায়!
আমরা যে গো নতুন পাখি
কি করে নিজেকে বেঁধে রাখি!
সকাল-বিকাল সবই পড়ার বেলা
কখন খেলবো একটু খেলা?
কানামাছি,ক্রিকেট,ফুটবল
ডাকে ও ভাই খেলতে চল।
বন্ধ হয়েছে পুতুল খেলা।
আঁকার ক্লাসে বিকেল বেলা।
ব্যাস্ততার হাহাকারে
সময়ের সৎ ব্যাবহারে
আমরা এখন বড়ই ক্লান্ত
কাজের চাপ অবিশ্রান্ত।
একটু উচ্ছাস,দুরন্তপনা
ও যেন এক অবাস্তব কল্পনা।
ইচ্ছে করে আকাশ জুড়ে উড়ি
ঠিক যেমন সাত রঙা ওই ঘুড়ি।
ইচ্ছে করে ছুটি ট্রেনের মতো
গ্রাম-শহর ফেলে যত।
সকল খেলার মাঝে থাকি
নিয়ে যত সঙ্গী সাথী।
ইচ্ছে গুলো শুধু স্বপ্নেই মাখি
বাস্তবে তা দূরে রাখি।
আমাদের যে সবই মানা
মুক্তির স্বাদ হয়নি জানা।