আমার একলা ঘরের কোণে
মন হাজারো স্বপ্ন বোনে।
সুখ স্মৃতির অগোচরে
তোমার ভালোবাসার চরাচরে
আমার নিত্য আসা-যাওয়া
আমার সদ্য চাওয়া-পাওয়া।
তোমার ভালোবাসার কেতকী
আজ শুকনো ফুলের পাপড়ি
তবুও যেমন সুন্দর তেমন নুতন।
ওগুলো যে আমার অমূল্য রতন!
নাইবা তোমার কাছে আসা
নাইবা পেলাম তোমার দেখা।
অন্তরের যে অনুভূতি
সেই আমার সুখ সারথী।
আমার হৃদয় যে পুষ্প ডালি
সাজিয়েছে তোমার নৈবেদ্যর থালি।
কাছে আমি নাইবা পেলাম,
দূর হতেই পুঁজিলাম।
ভালোবাসি লোকচক্ষুর অন্তরালে,
আলো-ছায়ার আবডালে।
হাসি-কান্না না সুখ-সাধ
না আছে বিসর্জনের ত্যাগ।
দূর থেকে দিলাম অঞ্জলী
আমার ভালোবাসার প্রেমাঞ্জলী।