তেমনি ভাবেই সকাল আসে
শিশির মাখে ঘাসে ঘাসে।
তেমনি আসে সন্ধ্যা
ফোটায় রজনীগন্ধা।
তুমি কিন্তু আর এলে না,
ফিরেও তাকালে না।


অমাবস্যা আসে,আসে পূর্ণিমা
তেমনি আছে আকাশের নীলিমা।
নিত্য ফুল ফোটে,নিত্য ফুল ঝড়ে,
সন্ধ্যা জ্বলে ঘরে ঘরে।
কিন্তু তোমার কণ্ঠ ডাকে না,
আমার অপেক্ষাও শেষ হয় না।


আমার রাত এখনো কাটে
তোমার ভাবনার শাখে শাখে।
এখনো কবিতা লিখি
তোমাকেই স্বপ্নে দেখি।
কিন্তু তুমি দেখোনি,
আমার গোপন চিঠির লেখনী।


এমনি করেই দিন চলে যাবে
প্রতীক্ষার গৌরবে,
অনুভূতির সৌরভে।
একদিন হারিয়ে যাবো দিগন্তে
জীবনের শেষ সীমান্তে।
চির নিদ্রার গভীর সুখে,
মৃত্যুর অভিমুখে।


আবার ঠিকই আসবে ভোর
খুলবে যে যার দোর।
তখন যদি তোমার পরে মনে
আমি নেই কোথাও এই ভুবনে।
চেয়ে দেখো তোমার হৃদয় পানে,
থাকবো আমি প্রতীক্ষা নামে।